
আলাদা হচ্ছেন তাহসান খান ও রোজা আহমেদ ছবি: সংগৃহীত
দীর্ঘ একাকিত্বের অধ্যায় পেরিয়ে নতুন জীবনের শুরু করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মাঝেও দেখা যায় উচ্ছ্বাস ও শুভকামনার জোয়ার। তবে সেই সুখের অধ্যায় বেশিদিন স্থায়ী হলো না।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক মাস পার হতেই তাহসান ও রোজার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। ধীরে ধীরে সেই টানাপড়েন বাড়তে থাকে এবং গত কয়েক মাস ধরে তারা আলাদা বসবাস করছেন।
এ বিষয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তিনি জানান, খবরটি সত্য এবং তারা বর্তমানে একসঙ্গে নেই। তাহসানের ভাষ্য, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না। তবে বিবাহবার্ষিকী ঘিরে বিভ্রান্তিকর কিছু খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছেন।
উল্লেখ্য, রোজা ইসলাম ছিলেন তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি স্বল্প পরিচয়ের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয়। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে কাজ করে আসছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ ইন্ডাস্ট্রিতে তার রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে সেই সংসারের সমাপ্তি ঘটে।
নতুন করে শুরু করা দাম্পত্য জীবন নিয়েও এবার অনিশ্চয়তার খবর সামনে এলো, যা ভক্তদের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে।
