
কক্সবাজারের রশিদনগরে টেকনিক্যাল সেন্টার নির্মাণ শুরু করার জন্য ভূমি মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুমতি মিললেও কাজ শুরু করতে হলে বাফুফেকে গুনতে হবে আট কোটি টাকা। টেকনিক্যাল সেন্টারের ১৫ একর জমির মূল্য হিসেবেই বাফুফের কাছে এ অর্থ চেয়েছে মন্ত্রণালয়। এতে অত্যাধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণ শুরু নিয়ে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর খাসজমি হস্তান্তরের নিয়মে পরিবর্তন এনেছে। আগে সেবামূলক সংস্থা প্রতীকী মূল্যে সরকারি জমি নিতে পারলেও এখন প্রচলিত মূল্য পরিশোধ করতে হয়। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগ) এম এম আরিফ পাশা কাল প্রথম আলোকে এ তথ্যই জানিয়েছেন, ‘এখন আর প্রতীকী মূল্যে খাসজমি হস্তান্তরের পথ নেই। প্রচলিত দামেই জমি নিতে হবে। জায়গা অনুযায়ী আট কোটি টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এ টাকা পরিশোধ করেই জমি নিতে পারবে বাফুফে।’
